রাজপথে জীবন্ত মা দুর্গা! পুজোর আগেই দুর্গার বেশে তাক লাগাল জয়স্মিতা

0
1

কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। তাদের সম্মান এবং ধন্যবাদ জানাতে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ১ সেপ্টেম্বর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

“অ্যাসোসিয়েশান অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট” এর পক্ষ থেকে মা দুর্গা রূপে শোভাযাত্রায় হাঁটেন ভবানীপুর কলেজের কমার্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী জয়স্মিতা দাশগুপ্ত (Jayasmita Dasgupta)। সিঁথির মোড়ের বাসিন্দা এই কিশোরীকে সাজিয়ে ছিলেন বিশিষ্ট রূপসজ্জা শিল্পী শ্রীমতি রুমা দাশগুপ্ত ।

সুবিশাল পদযাত্রায় তুলে ধরা হয়েছিল বাংলার সংস্কৃতি। মহিলা ঢাকি , ছৌ নাচ, পালকি, রণ পা সব কিছুই ছিল। “অ্যাসোসিয়েশান অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট” র সম্পাদক শ্রী জয়ন্ত দাশগুপ্ত উপস্থিত ছিলেন। প্রথম মহিলা চালিত গ্রুপ “সৃষ্টি ” র কর্ণধার শ্রীমতি দেবারতি ভট্টাচার্য, মেকআপ আর্টিস্ট  শিপ্রা, এজ্ঞেল রিয়া, রাই প্রমুখরা।