এসটিএফের বিরাট সাফল্য। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার ২। মুম্বই ATS-র সহযোগিতায় সমীর হোসেন, সাদ্দাম হোসেন নামে দুজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। অভিযোগ, দুজনেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে খবর।
পুলিশ সূত্রে খবর, সমীর হোসেনকে ডায়মণ্ড হারবার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত সাদ্দাম হোসেন খানকে মুম্বইয়ের নির্মলনগর থেকে মুম্বই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) সহায়তায় গ্রেফতার করা হয়।
গত মাসে দক্ষিণ ২৪ পরগণার শাসন থেকে আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহদের গ্রেফতার করে পুলিশ। ওই দুজনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেকের সন্ধান পান তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে জড়িত ১৭ জনের খোঁজ পায় পুলিশ।