নির্ধারিত সময়ের অনেক আগেই শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সাড়ে ১১টা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে।

আরও পড়ুন:আজ কলকাতায় ইডির মুখোমুখি অভিষেক
মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের ঠিক পরের দিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। এর আগে, এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।সে বার তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এই প্রথম কলকাতায় সিজিও কমপ্লেক্সে বেলা ১১টা নাগাদ তাঁকে তলব করা হয়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাঁরা দিল্লিতে আগে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ইডির সেই আধিকারিকরা কলকাতায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সাইবার এক্সপার্ট রয়েছেন। তাঁরা অভিষেকের নথি খতিয়ে দেখবেন। অন্য একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন। দিল্লির এই টিমটি সিজিও কমপ্লেক্স ইডি দফতরে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল। এঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই প্রত্যেকটি বয়ান মিলিয়ে দেখবেন । এমনকি অভিষেকের বয়ানও রেকর্ড করা হবে।
জানা গেছে, কয়লাকাণ্ডে তদন্ত করতে গিয়ে নতুন করে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই বেশ কিছু তথ্য মিলেছে সেই সম্পর্কেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইডি সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তদন্তে সহযোগিতা করেছিলেন।এবারও তেমনটি করবেন তিনি।
প্রসঙ্গত, গত ২৩ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুত্রসন্তানকে কোলে নিয়ে ইডি দফতরে গিয়েছিলেন তিনি।









































































































































