অভিষেককে ইডির তলব: কেন্দ্রীয় সংস্থাকে ‘বিজেপির পুতুল’ বলে ভর্ৎসনা তৃণমূলের

0
1

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের ঠিক পরের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি। শুক্রবার নির্ধারিত সময়ের অনেক আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এমতাবস্থায় আজ সকাল থেকেই কেন্দ্রীয় এজেন্সিকে ‘বিজেপির পুতুল’ বলে কটাক্ষ করে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় #PuppetsofBJP লিখে প্রচার শুরু করা হয় । দলীয় টুইটার হ্যান্ডেল থেকে একাধিক তৃণমূল নেতা-নেত্রী ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে বলে সরব হন।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের অনেক আগেই ইডির দফতরে পৌঁছলেন অভিষেক

কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করতেই, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি #PuppetsofBJP বলে প্রচারও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজ সকাল থেকেই তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ সহ সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেন্দ্রীয় সংস্থা ‘বিজেপির পুতুল’ এব্যপারে কোনও সন্দেহ নেই। সুপ্রিম কোর্টই CBI-কে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে অ্যাখ্যা দিয়েছে। ইডিও তো কেন্দ্রীয় সরকারেরই এজেন্সি।