সিবিআইয়ের জালে হালিশহর পুরসভার চেয়ারম্যান, ফ্ল্যাট থেকে উদ্ধার ৬০ লক্ষ টাকা ও আগ্নেয়াস্ত্র

0
1

আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার (Arrest) হলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান (Halisahar Municipality Chaiman) রাজু সাহানি (Raju Sahani)। শুক্রবার দুপুরেই রাজুর নিউটানের একটি ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা (CBI Officials)। জানা গিয়েছে, কলকাতার ফ্ল্যাটে হানা দিয়ে এখনও পর্যন্ত ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও (Firearms)। তবে রাজুর কাছে কয়েক কোটি টাকা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। এছাড়া রাজুর থাইল্যান্ডের (Thailand) একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও (Bank Account) নজর রয়েছে তদন্তকারীদের। কোথা থেকে এল এত বিপুল পরিমাণ নগদ টাকা? তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এক চিটফান্ড সংস্থা থেকে সবরকম সুযোগসুবিধা নিয়েছেন হালিশহরের চেয়ারম্যান। সিবিআই তদন্তে উঠে এসেছে, ওই চিটফান্ড কোম্পানির বিপুল পরিমাণ টাকা রাজুর কাছে এসেছিল। তবে এদিন উদ্ধার হওয়া টাকার বিষয়ে তদন্তকারী আধিকারিকদের কোনও সদুত্তর দিতে পারেননি রাজু। আর তারপরই আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় হালিশহরের চেয়ারম্যানকে। সিবিআই সূত্রে আরও খবর, গত কয়েকবছরে থাইল্যান্ডের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা গিয়েছে। রাজু এই টাকা কার থেকে পেলেন বা কাকে দিতেন একাধিক তথ্য খতিয়ে দেখা হবে। এদিন টাকা লেনদেনের নথিও কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই সূত্র ধরেই রহস্যের কিনারা করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

হালিশহর পুরসভায় বেশ কয়েকদিন ধরেই আসছিলেন না তিনি। নিউটাউনের ফ্ল্যাটেই গা ঢাকা দিয়েছিলেন। আর শুক্রবার দুপুরে খবর পেয়ে নিউটাউনের ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা। হালিশহরের দু’বারের চেয়্যারম্যান রাজু। গত পুরভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর বাবা হালিশহরের একসময়ের সিপিএম নেতা ও কাউন্সিলর লক্ষ্মণ সাহানি লক্ষ্মণ সাহানি। স্থানীয়দের থেকে চিটফান্ডের নামে টাকা তুলে হালিশহরে গঙ্গার ধারে রাজু একটি বাগানবাড়ি বানান বলে অভিযোগ। পাশাপাশি হালিশহর ছাড়াও কলকাতার একাধিক জায়গায় নিজের নামে সম্পত্তি বাড়িয়েছিলেন রাজু।

আরও পড়ুন- নতুন তৃণমূল আসলে কী? ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক