এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও কীর্তি গড়লেন বাংলাদেশ অধিনায়ক শাকিব

0
1

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক শাকিব আল হাসানও তেমন পারফরম্যান্স করতে পারেননি। তাও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন শাকিব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে শাকিব করেছেন ২৪ রান। এই ইনিংসেই পূর্ণ করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ছ’হাজার রান। বৃহস্পতিবারের পর ২০ ওভারের ক্রিকেটে তাঁর মোট রান হল ৬০১৯।
বাংলাদেশের অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৪১৯টি উইকেটও। এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছ’হাজার রান এবং ৪০০ উইকেটের মালিক হলেন শাকিব। এত দিন পর্যন্ত এই কৃতিত্ব ছিল এক মাত্র ডোয়েন ব্র্যাভোর।
প্রতিযোগিতার সুপার ফোরে পৌঁছানোর জন্য অধিনায়কই ছিলেন বাংলাদেশের প্রধান ভরসা। দলকে এশিয়া কাপের লড়াইয়ে টিঁকিয়ে রাখতে না পারলেও ব্যক্তিগত কীর্তি গড়লেন শাকিব।