নতুন তৃণমূল আসলে কী? ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক

0
1

“আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল সামনে আসবে”, “আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখতে পাবেন”, কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেকের ছবি দিয়ে এমন বড় বড় হোর্ডিং রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে। একুশের জুলাইয়ের সভামঞ্চ হোক কিংবা ধুপগুড়ি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন, আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখতে পাবে মানুষ। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা, গুঞ্জন শুরু হয়েছে।

এবার সেই জল্পনার অবসান ঘটালেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল আসলে কী, শুক্রবার ইডি দফতর থেকে বেরিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক। ”নতুন তৃণমূল” নিয়ে যাবতীয় বিতর্ক, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিষেক জানিয়ে দিলেন, নতুন তৃণমূল সেটাই, মানুষ আসলে যে রূপে তৃণমূলকে দেখতে চায়, নতুন তৃণমূল এখন সেভাবেই গড়ে উঠবে।

তৃণমূল কংগ্রেসের একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই গড়ে উঠবে নতুন তৃণমূল। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যারা বামেদের মতো বিভীষিকাকে সরিয়েছে। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যারা লড়াইয়ের ময়দানে ভয় পায় না। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যাদের এজেন্সি দিয়ে ভয় দেখানো যায় না। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, যারা মাঠে ময়দানে নেমে মানুষের স্বার্থে কাজ করবে। নতুন তৃণমূল আসলে সেই তৃণমূল, ২০১১ সালে বাংলার মানুষ যাদের ক্ষমতায় এনেছিল।