“ব্যাপক হবে” পঞ্চায়েত ভোট! চেনা মেজাজে অনুব্রত

0
1

‘দলীয় কর্মীরা ভালো করে কাজ করে যাক’। আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। আজ বিধাননগর MP-MLA আদালতে তলব করেছে অনুব্রত মণ্ডলকে। আসানসোল থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা ৪৫ মিনিট। আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হয় অনুব্রতকে।গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, “ব্যাপক হবে”। একটি পুরনো মামলার হাজিরা দিতে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁকে।শেষ পাওয়া খবরে ডানকুনি টোল পেরিয়ে গিয়েছেন অনুব্রত।

আরও পড়ুন:বাম আমলের পুরনো মামলায় তলব অনুব্রতকে! আগামিকালই হাজিরার নির্দেশ

কড়া নিরাপত্তার ঘেরাটোপে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা বিধাননগর বিশেষ আদালত নিয়ে আসা হচ্ছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রতকে যে গাড়িতে করে বিধাননগর বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছে তার সামনে ও পিছনে অন্য গাড়িতে পুলিশ স্কোয়াড রয়েছে । সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গরু পাচার মামলায় গত ১১ আগস্ট সিবিআই গ্রেফতার করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিবিআই হেফাজতে থাকাকালীন কলকাতার নিজাম প্যালেসে ছিলেন তিনি। সেখানেই চলছিল জিজ্ঞাসাবাদ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। আসানসোলের বিশেষ সংশোধনাগারই এখন ঠিকানা তাঁর। সূত্রের খবর, সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রয়েছেন। ২ শয্যার হাসপাতালে চিকিৎসার সমস্ত বন্দোবস্ত রয়েছে। তবে শরীর ভালো নেই অনুব্রতর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি।