নজিরবিহীন সিদ্ধান্ত! ২০১৪ ও ২০১৭ সালের টেট চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

0
1

টেট চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার টেট নিয়ে অভিযোগ জানানো যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের গ্রিভান্স সেলে।তবে শুধু টেট নয়,আরও ১০ দফা অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে এই সেলে।এমনকী অভিযোগকারীদের সমস্ত তথ্যও গোপন রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:বড় ঘোষণা! প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি: গৌতম পাল

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর ,d.el.ed, ২০১৪ এবং ২০১৭ এর টেট,প্রাথমিকের নিয়োগ,শিক্ষকদের বদলি,বিভিন্ন সিলেবাস ও কর্মসূচি অর্থ্যাৎ প্রাথমিক স্কুল গুলো কে কেন্দ্র করে একাধিক ইস্যু নিয়ে চাকরিপ্রার্থীরা অভিযোগ জানাতে পারবেন। পাশপাশি গ্রিভান্স সেলে একাডেমিক ইস্যু,বিভিন্ন প্রশাসনিক ইস্যু ও অন্যান্য যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে। তবে শুধু অভিযোগ নেওয়াই নয়,অভিযোগগুলো যাতে সমাধান করা যায় সেই বিষয়েও তৎপরতা শুরু করেছে পর্ষদ।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীদের অভিযোগ জানানোর জন্য গ্রিভান্স সেল চালু করা হবে। আর সেই কথামত কাজও করে দেখালেন তিনি। পর্ষদের এই সিদ্ধান্তে খুশি চাকরীপ্রার্থীরাও।

তবে নিয়োগ নিয়ে অভিযোগ এলে তা যত দ্রুত সমাধান করা যায়, সে নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে সঙ্গে কথা বলছেন শিক্ষা দফতরের আধিকারিকরা।সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে কিভাবে আরও সরলীকরণ করা যায় তা নিয়েও আলোচনা করছেন তাঁরা।