ইতালিতে প্রয়াত সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

0
1

মাতৃহারা হলেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। গত ২৭ অগাস্ট ইতালিতে প্রয়াত হয়েছেন সোনিয়ার মা পাওলা মাইনো(Paola Maino)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার এই তথ্য প্রকাশ্যে এনে শোকজ্ঞাপন করা হয়েছে কংগ্রেসের(Congress) তরফ থেকে। সোনিয়ার মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবিষয়ে টুইট করে জানিয়েছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যু হয়েছে। গত ২৭ আগস্ট ইটালিতে তাঁর বাসভবনেই দেহাবসান হয়েছে। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।” কংগ্রেসের তরফে বলা হয়েছে, “সভাপতি সোনিয়া গান্ধীর মা (Sonia Gandhi Mother) পাওলা মাইনোর মৃত্যুতে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।” পাশাপাশি সোনিয়ার মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, সোনিয়া গান্ধীর মা মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ওনার আত্মা শান্তিতে থাকুক। এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে আমিও সমব্যাথী।”

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ কংগ্রেস নেত্রি সোনিয়া গান্ধী। দফায় দফায় করোনা আক্রান্ত হয়েছেন তিনি। সেরে উঠলেও তাঁর সরিরে দেখা গিয়েছে নানাবিধ সমস্যা। এই পরিস্থিতিতে মাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যান তাঁর দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এখন বিদেশেই রয়েছেন তাঁরা। এরই মাঝে আঘাত নেমে এল গান্ধী পরিবারে মাতৃহারা হলেন সোনিয়া।