বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। তাদের এই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে দুর্গাপুজোর ঠিক এসমাস আগে পয়লা সেপ্টেম্বর শহরজুড়ে মহামিছিল। বুধবার, নবান্ন থেকে এই বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, ”সবাইকে এই মিছিলে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। এ’বছর আমাদের দুর্গাপুজো (Durga Pujo) ১ মাস আগেই শুরু হয়ে যাবে।”
মুখ্যমন্ত্রী জানান, বেলা ২ টোয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো থেকে মিছিল বেরিয়ে ৭ টা ওয়ার্ড ঘুরে পৌঁছবে রেড রোডে। মমতা বলেন, যারা হাঁটতে পারবে না, তাঁরা সরাসরি রেড রোডে পৌঁছে যাবেন। সেখানে বসার ব্যবস্থা থাকবে। “সব বণিক সভাকে ডাকছি। দল-মত নির্বিশেষে সবাই আসবেন।“
মুখ্যমন্ত্রীর কথায়, ”আমরা আগামিকাল গর্বের সঙ্গে মিছিল করব, ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে মিছিল করব। সবাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো সম্ভব হয় না, তাই রাগ করবেন না” মুখ্যমন্ত্রী বারবার বলেন, ধর্ম যার-যার। উৎসব সবার। সেই কারণে এবছর হেরিটেজ সম্মান পাওয়ার পরে বিশেষ আড়ম্বরে উৎসব পালনে বার্তা দেন মমতা।
এবার কলকাতায় পুজোর কার্নিভাল হবে ৯ অক্টোবর, লক্ষ্মীপুজোর আগের দিন। প্রথমবার জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গাপ্রতিমার বিসর্জনও এ বার তিন দিন ধরে চলবে।