লালফৌজের আগ্রাসন? চিন সীমান্তের কাছে নিখোঁজ অরুণাচলের প্রথম এভারেস্ট জয়ী

0
1

চিন(China) সীমান্তবর্তী অরুণাচলপ্রদেশ(Arunachal Pradesh) থেকে নিখোঁজ হলেন অরুণাচলের প্রথম এভারেস্ট জয়ী পর্বাতোরহী তাপি এমরা(Tapi Emra)। একইসঙ্গে নিখোঁজ হয়েছেন তাঁর সঙ্গী নিকু দাওয়ে। অরুণাচলের ইস্ট কামেং জেলায় একটি পর্বতারোহণ অভিযানে গিয়েছিলেন তাপি সেখান থেকেই নিখোঁজ হন তিনি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনুমান করা হচ্ছে এই ঘটনায় চিনের হাত রয়েছে।

জানা গিয়েছে, হিমালয়ের পূর্বে অবস্থিত তুষারাবৃত ‘মাউন্ট কায়ারিসাতাম’-এর পথে পাড়ি দিয়েছিলেন তাপি এমরা ও নিকু দাও। সেখান থেকে অরুণাচলের মাউন্ট ‘খায়ারো সাতাম’ জয়ের উদ্দেশ্যে অভিযান চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। ৬ হাজার ৯০০ মিটার উঁচু ওই শৃঙ্গ অত্যন্ত বিপজ্জনক। ফলে দুর্ঘটনাপ্রবন এই এলাকায় ওই দুই পর্বাতরোহী কোনও বিপদে পড়েছেন, নাকি এর পিছনে প্রতিবেশী দেশের হাত রয়েছে সেটাই ভাবাচ্ছে অনুসন্ধানকারীদের। ইতিমধ্যেই তাঁদের উদ্ধারের জন্য হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

এদিকে আরও একটি বিষয় ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কারণ, অরুণাচল প্রদেশকে তিব্বতের (Tibet) অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করছে চিন। অরুণাচলের ইস্ট কামেং জেলায় বেশ কয়েকবার অনুপ্রবেশের চেষ্টা করেছে লালফৌজ। এহেন পরিস্থিতিতে আশঙ্কা, এভারেস্টজয়ী তাপি এমরার নিখোঁজ হওয়ার নেপথ্যে চিনের হাত থাকতে পারে। প্রশ্ন উঠছে, দিশা ভুল করে ওই পর্বতারোহীও তাঁর সঙ্গী কি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিলেন? তবে কি তাঁরা বন্দি?