মঙ্গলবার দুপুরে শহরে চলে এলেন এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) নতুন বিদেশি অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। বেলার দিকে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন বাগানের এই নতুন বিদেশি। দিমিত্রিকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে হাজির ছিলেন বাগান কর্মকর্তা সহ সবুজ-মেরুণ সমর্থকরা। বিমানবন্দরে নেমে দিমিত্রি জানিয়ে দিলেন, এএফসি কাপকে লক্ষ্য রেখে তিনি এসেছেন।
এদিন বিমানবন্দরে পা দিয়েই দিমিত্রি বলেন,” আজকের দিনটা আমি বিশ্রাম নেব। আগামী ১ সেপ্টেম্বর থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করব। আমাদের সামনে এফসি কাপের কঠিন ম্যাচ রয়েছে, যেটা আমাদের জিততেই হবে। যদিও হাতে সময় কম, তবুও আমি দলের সঙ্গে যতটা সম্ভব এই কয়েকদিনে বোঝাপড়া গড়ে নেওয়ার চেষ্টা করব। এবং আগামী ৭ তারিখ এফসি কাপের ম্যাচে জয়ের জন্যই আমরা ঝাপাবো। এবং আমি অপেক্ষা করে রয়েছি সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠার নামার জন্য।”
চলতি ডুরান্ড কাপে গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে ব্যর্থ হচ্ছে জুয়ান ফেরান্দোর দল। তাই দিমিত্রি দলে আসাতে যে বাগানের আক্রমণ শক্তিশালী হবে মনে করছেন বাগান সমর্থকরা।
The wait is over!
New boy Dimi Petratos has landed 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmrSobujMaroon pic.twitter.com/oZYjzNayVw
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 30, 2022
আরও পড়ুন:এআইএফএফ-কে জরিমানা এএফসি-র