সপ্তাহের শুরুতে বড় ধাক্কা শেয়ারবাজারে, ৮৬১ পয়েন্ট নামল সেনসেক্স

0
1

?সেনসেক্স ৫৭,৯৭২.৬২ (⬇️ -১.৪৬%)
?নিফটি ১৭,৩১২.৯০ (⬇️ -১.৪০%)

যুদ্ধ পরিস্থিতিতে লাগাতার রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। আন্তর্জাতিক বাজারে পতনের প্রভাব এসে পড়ল দেশের শেয়ারবাজারে। সোমবার বাজার খোলার পর কার্যত ধ্বস নামল দালাল স্ট্রীটে। এদিন ৮৬১ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ২৪৬ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮৬১.২৫ পয়েন্ট বা -১.৪৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৯৭২.৬২। এনএসই নিফটি (NSE Nifty) -২৪৬.০০ পয়েন্ট বা -১.৪০ শতাংশ নেমে হয়েছে ১৭,৩১২.৯০।