ভারত-পাক মহারণ, কে ওপেন করবে? কী বললেন ভারত অধিনায়ক?

0
4

রবিবার এশিয়া কাপে হাইভোল্টেজ ম‍্যাচ। গত টি-২০ বিশ্বকাপের পর আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারতীয় দলে অধিনায়কত্ব বদল হয়েছে, বিরাট কোহলির হাত থেকে ব‍্যাটন গিয়েছে রোহিত শর্মার হাতে। তবে এই ম‍্যাচকে আর পাঁচটা ম‍্যাচের মতনই দেখছেন ভারতের নতুন অধিনায়ক। এই ম‍্যাচে কে ওপেন করবেন? সূর্যকুমার যাদব নাকি কে এল রাহুল, পাকিস্তানের বিরুদ্ধে ওপেনে কে? এমন প্রশ্নের উত্তরে রোহিত কিছুটা হেয়ালি উত্তর দিলেন। বললেন, সেটা ম‍্যাচের সময়ই জানতে পারবেন। এখনই সব বলে দেব? কিছুতো গপন রাখুন।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমরা যখনই সুযোগ পাই, নতুন কিছু খুঁজে বার করার চেষ্টা করি। তা সে ব্যাটিং কম্বিনেশনই হোক বা বোলিং কম্বিনেশন। দলের মধ্যে সেটাই স্থির করা হয়েছে। কেননা নতুন কিছু করার চেষ্টা না করলে আপনি ফল জানতে পারবেন না। নতুন কিছু করার চেষ্টা করলে ব্যর্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তবে তাতে ব্যর্থতা আসলেও আমরা বিচলিত হব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা গত কয়েক মাসে অনেক কিছু খুঁজে পেয়েছি এমন পরীক্ষা-নিরীক্ষার ফলেই। আপাতত ম‍্যাচে দেখা যাক কে ওপেন করে। বিশ্বকাপের সময় না হয় দেখা যাবে কী হয়।”

আরও পড়ুন:ইস্ট-মোহন ভারত-পাক, উৎপল সিনহার কলম