মাঝে কয়েকদিন ঊর্ধ্বমুখী ছিল করোনা (Corona) গ্রাফ। তবে গত এক সপ্তাহ ধরে যেভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৩৬ জন। শনিবারও সংখ্যাটা ছিল ১০ হাজারের সামান্য কম। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী,সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে সক্রিয় রোগীর (Active case) সংখ্যাও। বর্তমানে বাড়ছে সুস্থতার হার। একদিনে সারা দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে সারা দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৭৫৪। তবে করোনাকে জয় করে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ৩৭ লক্ষ ৯৩ হাজার ৭৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জিততে হলে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের সাপ্তাহিক পজিটিভিটি রেট ৩.৪০ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে , দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১১ কোটি ৬৬ লক্ষের বেশি। পাশাপাশি বুস্টার ডোজে জোর দেওয়ার কথাই বলছেন ডাক্তাররা।