Sonali Phogat: চাঞ্চল্যকর ভিডিও ফাঁস ! বিজেপি নেত্রীর রহস্যমৃত্যুতে পুলিশের জালে আরও ২

0
2

হরিয়ানা বিজেপি (BJP) নেত্রীর মৃত্যু ঘিরে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক ভিডিও । যার ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ । শনিবার গোয়ার কার্লিস রেস্তরাঁর (Curlie’s Restaurant) মালিক এডউইন নানস এবং ড্রাগ মাফিয়াকে পুলিশ নিজের হেফাজতে দিয়েছে বলে জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই বিজেপি নেত্রী সোনালি ফোগাটের (Sonali Phogat) মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও, ময়না তদন্তের রিপোর্টে দেখা যায় মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোনালি ফোগাটের দুই সহকর্মী সুধীর সাঙ্গওয়ান (Sudhir Sangwan) এবং সুখবিন্দর সিং (Sukhvindar Singh) এর বিরুদ্ধে খু*নের অভিযোগ দায়ের করা হয় এবং তাঁদের গ্রেফতার করা হয়। এর মাঝেই গোয়ার (Goa) একটি রেস্তরাঁর সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ঘিরে সোনালি ফোগাটের মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় সোনালিকে জোর করে ‘সন্দেহজনক’ কোনও পানীয় খাওয়ানোর চেষ্টা করছিলেন সুধীর সাঙ্গওয়ান। পুলিশ সূত্রে খবর, মা*দক নেওয়ার কথা স্বীকার করেছেন সোনালির সহকর্মীরা। এরপরই রেস্তরাঁর মালিক এবং মা*দক কারবারিকে গ্রেফতার করে তদন্ত করছে পুলিশ।