স্বস্তি ভারতীয় ফুটবলে, এআইএফএফ-এর উপর থেকে নির্বাসন তুলল ফিফা

0
17

অবশেষে স্বস্তি। প্রায় ১১ দিনের মাথায় স্বস্তি মিলল ভারতী ফুটবলে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) উপর থেকে নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে একথা জানানো হল ফিফার তরফ থেকে। এর ফলে অক্টোবরে মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না। বাধা থাকল না এটিকে মোহনবাগানের এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে খেলাতেও।

শুক্রবার এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, সিওএ-কে খারিজ করা হয়েছে। পাশাপাশি, এআইএফএফের দৈনন্দিন কাজকর্ম সামলাবেন সংস্থার কর্তাই, সেটাও বলা হয়েছে। এআইএফএফের নির্বাচন কী ভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর নজর রাখবে ফিফা এবং এএফসি।

গত ১৫ আগস্ট মধ‍্যরাতে এআইএফএফকে নির্বাসিত করে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন‍্য নির্বাসিত করা হয় ভারতীয় ফুটবলকে। এর পরেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় সিওএ-কে। ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এআইএফএফের হাতে। ঘোষণা করা হয় নির্বাচনের দিন। আর ঘোষণার পাঁচ দিনের মাথায় ভারতীয় ফুটবলের ওপর থেকে নির্বাসন তুলে নেয় ফিফা।

আরও পড়ুন:ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে, অবরোধ সমর্থকদের