চোট থেকে ফিরেই সোনা জয় নীরাজের

0
1

চোট থেকে ফিরেই দুরন্ত ছন্দে নীরাজ চোপড়া (Neeraj Chopra)। চোট সারিয়ে মাঠে ফিরেই ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার লৌসেন ডায়মন্ড লিগে সোনা জয় করলেন নীরাজ। এই সোনা জয়ের পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটিং খেতাব জেতার নজির গড়লেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী।

শুক্রবার প্রথম থ্রোতেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন নীরাজ। সেই থ্রো বাকিদের থেকে অনেকটা এগিয়ে দেয় তাকে। এই থ্রোটি নীরাজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার থ্রো করেন তিনি। বাকিদের থেকে এগিয়ে থাকার কারণে তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরাজ। তাঁর চতুর্থ থ্রো বাতিল হয়। ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্বে থ্রো করেন নীরাজ। আর এই সুবাদে সোনা জয় করে ফেলেন তিনি।

সদ্য চোটের কারণে কমনওয়েলথ গেমস খেলতে পারেননি নীরাজ। গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরাজ। কিন্তু এক মাস ধরে রিহ্যাব করার পর ডায়মন্ড লিগে ফিরেই নিজের সেরা ঝলক দেখালেন নীরাজ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস