রবিবার দিল্লিতে শো করার কথা ছিল বিখ্যাত কমেডিয়ান মুনায়ার ফারুকির (Munawar Faruqui)। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই বাহানা করে দিল্লি পুলিশ (Delhi Police) বাতিল করে দিল তাঁর শো। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Moitra)।
বিখ্যাত কমেডিয়ান ফারুকির নামের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কমেডিয়ানের শো বাতিল হওয়া নতুন কথা নয়। গত সপ্তাহেই বেঙ্গালুরুতে বাতিল হয়েছিল ফারুকির শো। যদিও তার পরের দিনই হায়দরাবাদে চিরাচরিত স্টাইলে জমজমাট পারফরম্যান্স করেন তিনি। তবে এবার রাজধানীর ক্ষেত্রে যেন নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হল। কিন্তু কেন বাতিল? পুলিশের দাবি, কমেডিয়ানের পারফরম্যান্সে ওই এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে। তাই কোনও ঝুঁকি নিতে চায় না তারা। সেই কারণেই অনুমতি দেওয়া হচ্ছে না। গতবছর হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে কমেডিয়ানকে গ্রেফতার করা হয়। শো বাতিলের খবর প্রকাশে আসতেই সুর চড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। স্বাধীনতার ৭৫ বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।