জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের, ২-০ গোলে হারাল ইন্ডিয়ান এয়ারফোর্সকে

0
1

ডুরান্ড কাপে (Durand Cup) জয়ের হ‍্যাটট্রিক মহামেডান স্পোর্টিং-এর( Mohammedan Sporting club)। শনিবার ডুরান্ড কাপের তৃতীয় ম‍্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারাল সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের ফলাফল ২-০। মহামেডানের হয়ে গোল দুটি করেন উসমান এনদিয়ায়ে এবং রাহুল পাসওয়ান। এই জয়ের ফলে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহামেডান।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে মহামেডান স্পোর্টিং। যার ফলে ম‍্যাচের ৩৩ মিনিটে মহামেডানকে গোল করে এগিয়ে দেন উসমান এনদিয়ায়ে। শেখ ফৈয়াজের শট যায় ফসলু রহমানের কাছে। তাঁর শট থেকে মাথা ছুঁইয়ে গোল করেন এনদিয়ায়ে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় থাকে মহামেডানের। প্রীতমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৭ মিনিটে রাহুলের সামনে ফাঁকা গোল পেয়েও বাইরে মারেন। অবশেষে খেলা শেষের তিন মিনিট আগে এনদিয়ায়ের থেকে পাস পান মার্কোস। তিনি বল বাড়ান রাহুলকে। আর সুযোগ কাজে লাগাতে এতটুকু ব‍্যর্থ হননি তিনি। ম‍্যাচের ৮৭ মিনিটে গোল করে মহামেডানের হয়ে ২-০ করেন তিনি।

আরও পড়ুন:বৃষ্টির জন‍্য ভেস্তে গেল ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন, ডার্বি কঠিন ম‍্যাচ, বললেন লাল-হলুদের হেডস‍্যার