SSC নিয়োগ দুর্নীতি: ধৃত মিডলম্যান প্রসন্নর ২ দিনের CBI হেফাজত, কোটি টাকার সম্পত্তির হদিশ

0
4

SSC নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়কে ২ দিনের CBI হেফাজতের নির্দেশ দিল আদালত। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি রঙের মিস্ত্রি ছিলেন। সেখান থেকেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হন। সিবিআইয়ের অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের (Prasanna Ray) নাম উঠে আছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আরেক মিডলম্যান প্রদীপ সিংকে (Pradip Singh) জেরা করে। প্রসন্নর একটি গাড়ি ভাড়া দেওয়ার সংস্থা ছিল। সূত্রের খবর, রাত ১০টার পর গাড়ি করে টাকা যেত প্রসন্নর সল্টলেকের (Salt Lake) জিডি ব্লকের অফিসে। ওই অফিসে একটি কালো এসইউভি গাড়ি রাখা থাকত। তা ব্যবহার করেই টাকা আনা হত বলে সিবিআই সূত্রে খবর। প্রসন্নের থেকে গাড়ি চেয়ে পাঠাতেন শান্তিপ্রসাদ সিনহাও। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করত প্রসন্ন রায় ও প্রদীপ সিং।

তদন্তে নেমে সিবিআই জানতে পারে, রিয়েল এস্টেট-সহ প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা ছিল। সেখানেই এই কালো টাকা খাটানো হত বলে অভিযোগ। প্রসন্ন রায় ও প্রদীপ সিংয়ের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পৌঁছেছে। তা থেকে স্পষ্ট প্রসন্নের সঙ্গে যৌথভাবে কাজ করত প্রদীপ সিং। তাঁদের অফিসেই নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন হত বলে অভিযোগ। সোমবার ফের প্রসন্নকে আদালতে পেশ করা হবে।