পার্কিং নিয়ে ২ বাস কন্ডাক্টরের বচসা: একজনের ছুরির আঘাতে প্রাণ হারালেন অপরজন

0
3

দুই বাস কন্ডাক্টরের মধ্যে বচসা থেকে হত্যা। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল রাতের কলকাতা। শুক্রবার রাতে কসবার (Kasba) অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) সামনে দুই বাস কন্ডাক্টরের মধ্যে ঘটনার জেরে একজনের ছুরির আঘাতে খুন হন আরেক বাস কন্ডাক্টর। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ (Police)।

অ্যাক্রোপলিস মলের সামনে বাস পার্কিং (Bus Parking) করাতে যান এক কন্ডাক্টর। সেই সময় কয়েকজন বাসের কন্ডাক্টরের মধ্যে বচসা বেঁধে যায়। হাতাহাতিতে একজনের মুখ ফেটে যায় বলে অভিযোগ। আক্রান্ত সেই সময় রান্না করছিলেন। জখম হয়ে মেজাজ হারিয়ে সবজি কাটার ছুরি নিয়েই পাল্টা আক্রমণ করেন শেখ রিয়াজউদ্দিন নামে ওই কন্ডাক্টর। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান আক্রান্ত। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাদুয়েক পর তাঁর মৃত্যু হয়।

ঘটনায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত রিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:বিজেপি শাসিত কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতি, প্রধানমন্ত্রীর দরবারে ১৩ হাজার স্কুল