দলের এই ক্রিকেটারকে ভয় পান ঋষভ, কার কথা বললেন পন্থ?

0
3

রবিবার এশিয়া কাপের (Asia Cup) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল (India Team)। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান (Pakistan)। তারজন‍্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তার আগে একি বললেন ভারতীয় তারকা ব‍্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। দলের এক ক্রিকেটারকে নাকি ভয় পান ঋষভ। আর সেই ক্রিকেটার আর অন‍্য কেউ নন, পন্থ ভয় পান বিরাট কোহলিকে। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারে পন্থ বলেন,” আমি কাউকে ভয় পাই না। শুধু বিরাট ভাইয়ের রাগকে ভয় পাই। সব ঠিকঠাক করলে অবশ্যই ও রেগে যাবে না। ভুল কিছু করলে রেগে যায়। এটা অবশ্যই ভাল। নিজের ভুল থেকে শেখার সুযোগ পাওয়া যায়।”

আগামী রবিবার ভারত-পাকিস্তান মহারণ। সেই ম‍্যাচ নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। দীর্ঘক্ষণ নেটে গা ঘামাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ আনলেন বাইচুং