২০১৮ সালে পঞ্চায়েত উপ প্রধান খু*নের ঘটনায় সাজা ঘোষণা করলেন বিচারক (judge)। শুক্রবার আদালতে (Court) তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। শুক্রবার চুঁচুড়া আদালতের (Chunchura court) অতিরিক্ত জেলা দায়রা বিচারক কাজি আবুল হাসেম ফার্স্ট ট্রাক আদালতে (First Truck Court)অভিযুক্তদের সাজা ঘোষণা করেন। এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় (Shankar Ganguly)জানান, অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে। ৬ জন হাই কোর্ট থেকে জামিন পান। দু’জন জেল হেফাজতে ছিলেন। ২৫ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বিচারক।

উল্লেখ্য আজ থেকে চার বছর আগে হুগলির ধনিয়াখালির কুমরুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরাকে (Mrityunjay Bera) পিটিয়ে মারার অভিযোগ ওঠে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল উঠেছিল। অভিযোগ ওঠে তৎকালীন পঞ্চায়েত প্রধান চিত্তরঞ্জন সাঁতরা ও তাঁর দলবলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মূলত পঞ্চায়েত কার দখলে থাকবে, তা নিয়ে দুই নেতার মধ্যে গণ্ডগোল থেকেই চরম পরিণতি । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই পঞ্চায়েত এলাকা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামান হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তপ্ত হয়ে ওঠে গোপীনাথ পুর দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকা। পুলিশ তদন্তে নেমে একের এক অভিযুক্তকে গ্রেফতার করে। শুধু এই রাজ্যই নয়, ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়। অবশেষে আজ দোষীদের সাজা ঘোষণা করা হল।










































































































































