১) ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জকোভিচ। তিনি নিজেই একথা জানিয়েছেন। জোকারের ভ্যাকসিন না নেওয়া নিয়ে বিতর্ক অনেকদিনের। তিনি তা নিয়েই ইউএস ওপেনে খেলার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত তাঁকে সরেই দাঁড়াতে হল।

২) ফের এআইএফএফ-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া। শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়ায়, এর আগে বাতিল হয়ে যায় পাহাড়ি বিছের মনোনয়ন। এদিন আরও একবার মনোনয়ন জমা দিলেন বাইচুং।
৩) ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের সঙ্গেও গোলশূন্য ড্র করল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। যার ফলে ডুরান্ড কাপে এখনও পযর্ন্ত গোলের দরজা খুলতে পারল না লাল-হলুদ ব্রিগেড।

৪) টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে ফের টিকিট ছাড়ল আইসিসি। গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা বিক্রি হয়ে যায় সব টিকিট। কিন্তু আরও ক্রিকেট সমর্থকদের খেলা দেখার সুযোগ করে দিতে ফের টিকিট ছাড়ল আইসিসি।
৫) বৃহস্পতিবার ছিল মোহনবাগান ক্লাবের কর্মসমিতির বৈঠক। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে। মোহনবাগানের ভিআইপি গেটের নামকরণ করা হল সদ্যপ্রয়াত ফুটবল অলিম্পিয়ান সমর (বদ্রু) বন্দ্যোপাধ্যায়ের নামে।
আরও পড়ুন:ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ















































































































































