Manik Bhattacharya: বেপাত্তা মানিক! আদালতে ইডি, জারি হতে পারে লুক আউট নোটিশ

0
1

বাড়িতে ঝুলছে তালা, কোথায় গেলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)? আচমকা উধাও’ মানিক। যাদবপুরের (Jadavpur) ফ্ল্যাট, নদিয়ার বাড়ি, কোথাও সন্ধান মিলছে না প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। এবার কড়া পদক্ষেপ করার পথে এগোতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তদন্তের স্বার্থে একাধিকবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দিয়েছেন মাত্র একবার। যতবারই তলব এসেছে নানা টালবাহানা করেছেন তিনি, বলেই অভিযোগ। গত ১৫ অগাস্ট মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তখনও হাজিরা এড়িয়ে যান তিনি। তারপর অবশ্য আর ইডি দফতরে যাননি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর যাদবপুরের বাড়ি, ফ্ল্যাট কোথাও দেখা যাচ্ছে না তাকে। নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। স্থানীয়রা বলছেন গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। শুধু তাই নয় ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা।এই অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতেই আইনজীবীদের সঙ্গে বৈঠকে ইডি কর্তারা। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।