প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তাঁর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা করে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কোথায় গেলেন? গত সাত দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর আগে বারবার সিবিআই (CBI) দফতরে তাঁকে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি নানা টালবাহানায় সেই হাজিরা এড়িয়ে যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর তাঁর যাদবপুরের ফ্ল্যাট বন্ধ। নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। স্থানীয়রা বলছেন গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতেও। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তদন্তের স্বার্থে একাধিকবার তলব করেছিল ইডিও (ED)। কিন্তু তিনি হাজিরা দিয়েছেন মাত্র একবার। গত সাত দিন ধরে কার্যত উধাও তিনি। দেশ ছেড়ে পালাতে পারেন মানিক ভট্টাচার্য, সেই আশঙ্কায় সমস্ত বিমানবন্দরে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে মানিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। শুধু তাই নয় তাঁর ছেলের ফোনও সুইচড অফ (Switched off) আসছে। এ বিষয়ে প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবীদের সঙ্গেও দফায় দফায় কথা বলছেন সিবিআই এর আধিকারিকেরা।










































































































































