জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিন শিশু-সহ মোট ন’জন। আহত ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলায়।
আরও পড়ুন:মাঝ আকাশে অসুস্থ যাত্রী! জরুরি অবতরণের পর কলকাতার হাসপাতালে মৃত্যু
এদিন ভোরে কর্ণাটকের সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি জিপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনায় প্রাণ হারান ন’জন। তারমধ্যে তিন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। বেঙ্গালুরুর উদ্দেশে পাড়ি দেওয়া জিপটির যাত্রীরা সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।