বিলকিস বানো মামলায় ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার ঘটনায় গুজরাট সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এই মামলায় ১১ দোষীকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে হলফনামা পেশ করতে হবে গুজরাটের বিজেপি সরকারকে।

আরও পড়ুন:Karnataka: কিশোরীকে ধ*র্ষণ করে বিয়ে, ধ*র্ষণের মামলা খারিজ করল আদালত
গত মঙ্গলবার বিলকিস বানোর ১১ ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলিরা। মামলাটি শীর্ষ আদালতে উত্থাপন করেন আইনজীবী অপর্ণা ভট্ট।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, বিলকিস বানোর ১১ জন ধর্ষককে মুক্তি দিতে বলা হয়নি। গুজরাট সরকারকে তাদের মুক্তি দেওয়ার আর্জি বিবেচনা করতে বলা হয়েছিল। আমাদের দেখতে হবে, দোষীদের মুক্তি দেওয়ার আগে কোন কোন বিষয় নজরে রাখা হয়েছে। এরপরই শীর্ষ আদালত গুজরাট সরকারের কাছে এই প্রশ্নগুলিরই জবাব চেয়েছে। দু’সপ্তাহ বাদে মামলার শুনানি। তার আগেই জবাব দিতে হবে গুজরাট সরকারকে।
প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫তম পূর্তিতে  বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। এর পরই গোধরা জেল থেকে ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধীদের ফুল, মালা, মিষ্টিতে শুধু বরণ করে নেওয়াই হয়নি, তাদের ব্রাহ্মণ পরিচয় দেখিয়ে সংস্কারী আখ্যাও দিয়েছেন বিজেপির এক বিধায়ক। তারপর থেকেই এ নিয়ে দেশজুড়ে শুরু হয় সমালোচনা।







 
 
 
 
 
































































































































