ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

0
2

২১ এর বিধানসভা নির্বাচনের পর বারবার বাংলার জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এবারও তার অন্যথা হল না। পুরসভার উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। আসানসোল ও বনগাঁ পুরসভার দুটি ওয়ার্ডের উপনির্বাচনেও সবুজ ঝড়। বুধবার গণনার পর দুই জেলাতেই খড়কুটোর মত উড়ে গেল গেরুয়া শিবির। বিশাল ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। এদিন গণনার শেষে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হন মেয়র বিধান উপাধ্যায়। অন্যদিকে, বনগাঁয় ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা।

আরও পড়ুন:‘আমি জজ সাহেবকে বলব, চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক’,আদালতে পেশের আগে বললেন অনুব্রত

কয়েকদিন আগেই শুভেন্দুর নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম ও কাঁথির সমবায় নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবার পুরভোটের উপনির্বাচনেও দু’দুটো জেলা থেকেই জয় পেল তৃণমূল। এদিন গণনার শেষে আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে ভোট হয় ২১ অগস্ট। বুধবার সকাল থেকে মহকুমা শাসকের দফতরে শুরু হয় ভোট গণনা। মোট ৭ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়কে জয়ী বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে, বনগাঁয় মতুয়া অধ্যুষিত ১৪ নম্বর ওয়ার্ডে তিন রাউন্ডের শেষে জয়ী হন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অরূপ পাল। এদিন গণনার ফল বেরোতেই আসানসোল ও বনগাঁয় ওঠে সবুজ ঝড় ওঠে। উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে।

গত পুরসভা ভোটে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। কিন্তু শপথ গ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। এদিকে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মেয়র হন বিধান উপাধ্যায়। কিন্তু তিনি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নিয়ম অনুযায়ী, তাঁকে কোনও আসনে জিতে আসতে হত। সেই কারণেই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে পদত্যাগ করেন। গত রবিবার এই দুটি আসনে উপ নির্বাচন হয়। বুধবার ছিল ফলঘোষণা।