লক্ষ্য বিরোধীরা : এবার তেজস্বী যাদবের শপিং মলে সিবিআই হানা

0
3

RJD-র নেতাদের বাসভবনে তল্লাশি চালানোর পর এবার তেজস্বী যাদবের শপিং মলে (Gurugram Shopping Mall) হানা CBI-এর। বুধবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) আধিকারিকদের একটি বড় টিম গুরুগ্রামের ওই নির্মীয়মাণ মলে অভিযান চালায়। যা নিয়ে কার্যত শোরগোল পড়েছে।

প্রথমে RJD-নেতা, সাংসদদের বাসভবনে এবং পরে তেজস্বী যাদবের শপিং মলে (Tejashwi Yadav Shopping Mall) CBI হানা নিয়ে সরব হয়েছেন লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী। তিনি এদিন বলেন, “ওরা ভয় পেয়েছে। নীতীশ কুমারের নেতৃত্বে নয়া সরকার গঠন হয়েছে। BJP ছাড়া সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে রয়েছে। সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে আমাদের পাশে। আমাদের ভয় পাওয়ানোর জন্যই এই CBI হানা। কিন্তু, আমরা মোটেই ভয় পাচ্ছি না। আর এটা প্রথমবার হচ্ছে না।”