বার বার একই এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়ছে। কারণ যাইহোক, কিন্তু স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রাজ্য প্রশাসনের উপর আঙুল উঠছে। মঙ্গলবার ফের পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়। এবার তাই প্রশাসন কোনওরকম সমালোচনার আগেই তড়িঘড়ি পদক্ষেপ নিল। এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মারিশদা থানার ওসিকে বদল করা হল। তবে শুধু মারিশদা থানা নয়, জেলা পুলিশ প্রশাসনের তরফে একাধিক থানার ওসি বদল করা হয়েছে। মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডুকে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে। মারিশদায় পাঠানো হয়েছে কাঁথি থানার এসআই সৌমেন গুহকে। পটাশপুরের ওসি দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায়। দিঘা মোহনার ওসি অমিত দেব খেজুরি থানার দায়িত্বে এসেছেন। আর খেজুরি থানার ওসি কামের হাসিদকে সেকেন্ড অফিসার হিসেবে পাঠানো হয়েছে কাঁথি থানায়।
তবে শুভেন্দুর কনভয় দুর্ঘটনার জন্যই যে এমন বদল কিনা, তা কিন্তু স্পষ্ট নয়। হতে পারে রুটিন বদলি। তবে শুভেন্দুর দুর্ঘটনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ওই এলাকার থানার ওসি বদলের জন্যই শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন।