আজও তিলোত্তমার মুখ ভার! দিনভর বৃষ্টির পূর্বাভাস

0
1

বুধবারও সকাল থেকেই মুখ ভার আকাশের। ঘন কালো মেঘে ঢেকেছে তিলোত্তমা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। সকাল থেকেই কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বহু জেলায়।

আরও পড়ুন:ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

ভরা ভাদ্রে থেকে থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। যার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। মঙ্গলবার দিনভর কার্যত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি হয়েছে।যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রয়েছে অস্বস্তিজনক গরম অনুভূত হচ্ছে। এদিকে টানা বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কমেছে। বুধবার কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।