Entertainment: ফিরছে জনপ্রিয় কপিল শর্মা শো , এবার থাকছেন না ক্রুষ্ণা অভিষেক

0
1

কমেডি (Comedy)নিয়ে টেলি দুনিয়ায় নানা শো অনুষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক কালের অন্যতম জনপ্রিয় শো মানেই এক বাক্যে সবাই বলেন ‘কপিল শর্মা শো’ (Kapil Sharma Show)। প্রতিটি সিজনে থাকে নতুন নতুন চমক। ফের সেই ম্যাজিক নিয়ে ছোট পর্দায় ফিরছেন কপিল শর্মা। তবে ইতিহাসের পুনরাবৃত্তি করে এবারও তাঁর সঙ্গী বদল। কয়েক মাসের বিরতির পর কপিল শর্মা শো – এর নতুন সিজনে থাকছেন না ক্রুষ্ণা অভিষেক (Krishna Abhishek)। তাহলে কি মনোমালিন্য? এমন ঘটনা অবশ্য অতীতেও ঘটেছে। আগে সুনীল গ্রোভারও ছেড়েছিলেন ‘কপিল শর্মা শো’। তবে এবার কারণ অন্য। শোনা যাচ্ছে টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের কারণেই ক্রুষ্ণার এমন সিদ্ধান্ত। অভিনেতা নিজেই বলছেন, তিনি নতুন সিজনে না করেছেন চুক্তিপত্রের কিছু সমস্যার জন্য। তবে এই খবর সামনে আসার পর থেকে মন খারাপ দর্শকদের। ক্রুষ্ণা অভিষেক জানিয়েছেন কপিলের সঙ্গে কোনও রকম মনোমালিন্য হয়নি, বরং দুজনে একসঙ্গে চুটিয়ে কাজ করেছেন বটে। এবার দুজনের পথ দুটো আলাদা দিকে বেঁকে গেল।