টোমাটো ফ্লু নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, টোমাটো ফ্লু থেকে বাঁচতে বাড়ির আশেপাশে আবর্জনা না জমিয়ে রেখে দ্রুত সেটা পরিষ্কার করে ফেলুন। স্যানিটাইজেশন নিয়মিত করতে হবে। টোমাটো ফ্লুয়ের উপসর্গ দেখা দিলে প্রায় সাতদিন আইসোলেশনে থাকতে হবে। ১ থেকে ১০ বছরের শিশুরা এই ফ্লুয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। কাজেই শিশুদের ওপর বিশেষ নজর দিতে হবে।
এছাড়াও শরীরের তাপমাত্রা আচমকাই বেড়ে যাওয়া, গায়ে ব়্যাশ, মুখ ও গলা ফুলে যাওয়া, খিদে না পাওয়ার মতো উপসর্গ দেখা দিলে ঝুঁকি না নিয়ে অবিলম্বে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, টোমাটো ফ্লু আক্রান্তের হদিস প্রথম মেলে কেরলে। এক শিশুর শরীরে এই সংক্রমণ ধরা পড়ে। টোমাটো ফ্লুয়ের প্রভাব পড়েছে তামিলনাড়ু, কর্নাটক, হরিয়ানা এবং ওড়িশায়।