বাসভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় ‘অসন্তুষ্ট’ কলকাতা হাই কোর্ট। নির্দেশ সত্ত্বেও জবাব না দেওয়ায় রাজ্যকে জরিমানাও করেছে আদালত। অভিযোগ, লকডাউনের (Lockdown) পরে ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করছে বেসরকারি বাস (Private Bus) সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনও নিয়ম মানছে না তারা। বুধবার, এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shribastav) ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Rajarshi Bharadwaj) বেঞ্চে। এই মামলায় রাজ্যের কাছে তিনটি বিষয়ে রিপোর্ট চেয়েছিল হাই কোর্ট (High Court)। হলফনামা জমা দিতে বলা হয়েছিল পরিবহণ দফতরকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা না দেওয়ায় অসন্তুষ্ট আদালত। দেরির জন্য রাজ্যেকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে বাসভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি। এর প্রেক্ষিতে আদালত রাজ্যের কাছে তিনটি বিষয়ে জানতে চেয়েছিল।
• সরকারের বেঁধে দেওয়া বা নির্ধারিত ভাড়া বেসরকারি বাসগুলো নিচ্ছে কি না
• ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কি না
• যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে
এর জবাব আদালতকে দেয়নি পরিবহন দফতর।