ফের উপত্যকায় বিজেপি নেতার(BJP Leader) ঝুলন্ত দেহ। জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হিরানগর এলাকায় উদ্ধার হল বিজেপি নেতা সোম রাজের(Som Raj) ঝুলন্ত মৃতদেহ। টানা তিন দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের দাবি, হত্যা করা হয়েছে সোম রাজকে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার সকালে হিরানগরের এক বাসিন্দা ওই বিজেপি নেতার মৃতদেহ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পরই খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, কোনভাবেই এটা আত্মহত্যা নয়, হত্যা করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের তরফে।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে উপত্যকায় টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। বেছে বেছে হত্যা করা হচ্ছে কাশ্মিরী পন্ডিত, পরিযায়ী শ্রমিকদের। এই ঘটনা প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে কাশ্মীরি পন্ডিতদের। এরই মাঝে এই বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।