ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

0
1

ফের কোভিড আক্রান্ত হলেন বলিউডের বিগ বি।ট্যুইট করে নিজেই এ খবর জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ বাইচুং, নির্বাচন থেকে ছিটকে গিয়ে কী বললেন ভারতের প্রাক্তন ফুটবলার?

এদিন ট্যুইটে অমিতাভ লিখেছেন, ‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশেপাশে ছিলেন বা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

প্রসঙ্গত এর আগে ২০২০ সালে করোনা আক্রান্ত হন অভিনেতা। সেইসময় তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। দু’সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হন অমিতাভ পুত্র অভিষেক বচ্চনও।