সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমা সহ পার্শ্ববর্তী এলাকা। কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টিও। আগামী দুই থেকে তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বলে জানাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন:চিকিৎসাবিজ্ঞানে বড় সাফল্য! আবিষ্কার হল ক্যানসার নিরাময়ের ওষুধ
এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে ব্জ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে । ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণে। অন্যদিকে শনিবারের পর ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে।
মঙ্গলবার কলকাতায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস।