পশ্চিম মেদিনীপুরের (West Midnapore)২ নম্বর ভরতপুর অঞ্চলের বৌলাসিনী ভগবানপুর এলাকায় দুই যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণের অভিযোগ। জানা যায় তাঁরা ব্যান্ডের (Band) রিহার্সাল করতে গিয়েছিলেন । সেখানে রিহার্সাল শেষ হতে অনেকটা রাত হয়ে যায়। তাই রাতে আর বাড়ি ফেরার ঝুঁকি না নিয়ে ব্যান্ডেরই এক মহিলা সদস্যের বাড়িতে থেকে গিয়েছিলেন তাঁরা। তখনও জানতেন না এত বড় বিপদ ঘনিয়ে আসতে পারে।
স্থানীয় সূত্রে খবর, গত রবিবার মাড়তলা এলাকায় ব্যান্ডের রিহার্সাল সেরে বৌলাসিনী ভগবানপুর এলাকায় এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন একটি ব্যান্ডের তিনজন মহিলা সদস্য। মাঝরাতে স্থানীয় কিছু যুবক ওই মহিলার বাড়ির দরজা ভেঙে দুই মহিলাকে একটি পুকুর পাড়ে টেনে নিয়ে গিয়ে বারবার ধ*র্ষণ করে অভিযোগ। নির্যাতিতা দুই যুবতীর বাড়িও ডেবরা থানা এলাকায় ৷ এরপর সোমবার তাঁরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যেই এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নির্যাতিতাদের মেডিক্যাল টেস্টও করান হয়েছে। ধৃতদের আজ মেদিনীপুর আদালতে তোলা হয়।