৮০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার রিষড়ার ব্যাঙ্ক ম্যানেজার

0
1

প্রায় ৮০ লক্ষ টাকা দুর্নীতির (Money Laundering) অভিযোগ। অবশেষে পুলিশের জালে রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ম্যানেজার (Manager) বিনয় সোনকার। হুগলি জেলার অন্তর্গত রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বেশ কয়েক বছর ধরেই ম্যানেজার পদে দায়িত্বে রয়েছেন তিনি।

সম্প্রতি ব্যাঙ্কের আর্থিক লেনদেনের (Transaction) হিসাব পরীক্ষা করতেই প্রতারণার বিষয়টি সামনে আসে। পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক কর্মীদের একাংশ। এরপরই ঘটনার তদন্তে (Investigation) নেমে ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।

মঙ্গলবার শ্রীরামপুর আদালতে অভিযুক্তকে তোলা হলে বিচারক অভিযুক্ত ম্যানেজারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেন। জানা গিয়েছে, বুধবার অন্য একটি মামলায় বিজয় সোনকারকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাথমিক শিক্ষা বিভাগের নয়া অ্যাডহক কমিটি গঠন