Corona Update: বড় স্বস্তি! করোনা সংক্রমণ গ্রাফ নামল সাড়ে ৮ হাজারে

0
3

করোনা (Corona) নিয়ে বড়সড় স্বস্তি মিলল। সংক্রমণ গ্রাফ নামল সাড়ে ৮ হাজারের কাছাকাছি। পাশাপাশি স্বস্তি মিলেছে সক্রিয় কেসের (Active Case)সংখ্যাতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক বলছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮৬ জন। সুস্থতার সংখ্যা আক্রান্তের থেকে বেশি। সুস্থ হয়েছেন  ৯ হাজার ৬৮০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৩১ লক্ষের বেশি। এর মধ্যে প্রায় ১৪.০৭ কোটি শুধু প্রিকশন ডোজই দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে করোনা রোগীর সংখ্যা ৯৬ হাজার ৫০৬ জন। পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.১৯ শতাংশ।

&nbsp