অনুব্রত-মামলায় বিচারককে হুমকি-চিঠি! জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি

0
2

অনুব্রত-মামলায় বিস্ফোরক ঘটনা। বিচারক রাজেশ চক্রবর্তীকে (Rajesh Chakraborty) হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আসানসোলের (Asansole) বিশেষে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, “অনুব্রতকে জামিন না দিলে ফাঁসানো হবে বিচারকের পরিবারকে। মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে”। ২০ অগাস্ট বিচারককে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাই কোর্টের (Calcutta High Court) রেজিস্ট্রার জেনারেলকে বিষয়টি জানানো হয়েছে।

বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির নামে ওই চিঠি পাঠানো হয়েছে। যদিও, সংবাদ মাধ্যমের সামনে বাপ্পা জানান, তিনি সরকারি কর্মচারী, আদালতের পেশকার- এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না। এই ধরনের হুমকি চিঠি পাঠানোর সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন বলে দাবি বাপ্পা চট্টোপাধ্যায়ের। গরুপাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বুধবারই আসানসোলের সিবিআই আদালতে তোলার কথা।