ঘোষণা হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচনের দিন। আগামী ২ সেপ্টেম্বর হতে চলেছে এআইএফএফ-এর নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৫ আগস্ট থেকে। একটি নোটিশ দিয়ে এমনটাই জানান রিটার্নিং অফিসার উমেশ সিনহা। গত ১৫ আগস্ট মধ্যরাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA), ভারতীয় ফুটবলে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করায় এআইএফএফ-কে নির্বাসিত করেছে। গত সোমবার ফিফার নির্দেশ মেনে সুপ্রিম কোর্ট (Supreme Court) সিওএ-কে (CoA) বাতিল করেছে। এছাড়াও পিছিয়ে দেয় নির্বাচন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সরাসরি ফিফার সঙ্গে নির্বাচনের বিষয় কথাবার্তা বলছে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা যাবে এবং রবিবার জমা পড়া সেই মনোনয়ন যাচাই করা হবে। রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন এবং ৩০ আগস্ট এআইএফএফ ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এমনটাই জানান হয়েছে নোটিশে।
এছাড়া জানান হয়েছে, ২ সেপ্টেম্বর নির্বাচন হবে আর সেই দিন বা তার পরের দিন নির্বাচনের ফল প্রকাশ করা হবে। ফিফা গত ১৫ আগস্ট ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান ঘোষণা করে দেয়। ফলে অনুর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ভারতে হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সোমবারই এই বিষয় রায় দেয় সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দেয় এরপর সিওএ-এর কোনও ভূমিকা থাকবে না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর গোটা বিষয়টা দেখবেন।
এআইএফএফকে নির্বাসিত করায় সঙ্কটে ভারতীয় ফুটবল। তাই দ্রুত নির্বাচন করে কমিটি গঠন করতে পারলে নির্বাসন থেকে মুক্তি পাবে ভারতীয় ফুটবল।
আরও পড়ুন:জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ‘কালা চশমা’ গানে সেলিব্রেশনে মাতলেন ধাওয়ান-গিলরা