রণক্ষেত্র কলেজ স্ট্রিট (College Street), এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে উত্তাল বইপাড়া। রাস্তায় বসে বিক্ষোভ দেখান AIDSO এর কর্মী সমর্থকেরা। এর আগে কোচবিহারে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের গ্রেফতার করা হয়। এবার সেই ঘটনার আঁচ এসে পড়ল মহানগরীর বুকে। খাস কলকাতায় (Kolkata) ব্যস্ত সময়ে রাস্তা আটকে প্রতিবাদ বিক্ষোভ দেখাল এআইডিএসও (AIDSO)। শহরের অন্যতম প্রাণকেন্দ্র বই পাড়ায় এই বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল এভিনিউ সহ এম জি রোড। ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু গাড়িকে অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ধৃত পড়ুয়াদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন এআইডিএসও-র সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যেতে বাধ্য হয় পুলিশ। AIDSO এর বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে অসহযোগিতা করে কার্যত মারমুখী হয়ে উঠলে পুলিশ বাধ্য হয়ে বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। গোটা ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।