লোনে এফসি গোয়ার গোলরক্ষক নবীন কুমারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

0
3

এফসি গোয়ার (Fc Goa) গোলরক্ষক নবীন কুমারকে (Naveen Kumar) সই করাল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সোমবার এনটাই জানান হয় লাল-হলুদের পক্ষ দেকে। লোনে ইমামি ইস্টবেঙ্গলে আসছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। এফসি গোয়া আগেই তাদের টুইটার হ্যান্ডেলে নবীন কুমারের লোনে লাল-হলুদে আসার কথা জানিয়ে দিয়েছিল।

আজই ডুরান্ড কাপে প্রথম ম‍্যাচে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। । প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। কিন্তু ডুরান্ড কাপে খেলতে পারবেন না নবীন কুমার। কারণ, যে নথিভুক্ত ফুটবলার তালিকা দেওয়া হয়েছে তাতে নবীন কুমারের নাম রাখা হয়নি। সেই তালিকায় যে তিন জন গোলরক্ষকের নাম রয়েছে তাঁরা হলেন কমলজিৎ সিং,পবনকুমার ও আদিত্য পাত্র।

নবীন কুমার কলকাতা মাঠে অপরিচিত কেউ নয়। এর আগে মোহনবাগানের হয়ে খেলতে এসেছিলেন তিনি। আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলার আগে কেরল ব্লাস্টার্স, সালগাওকর ও চার্চিল ব্রাদার্সের মত ক্লাবে খেলেছেন নবীন কুমার।

সোমবার সন্ধ্যায় ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে মরশুম শুরু করতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। কোচ কনস্ট্যান্টাইন রবিবার বলেন, “মাত্র দেড়জন বিদেশি নিয়ে তিনি প্রথম ম্যাচ খেলতে নামছেন। তবে ম‍্যাচে নিজেদের পূর্ণ শক্তি দিয়েই লড়াই করবে লাল-হলুদ ব্রিগেড।”

আরও পড়ুন:ভারতীয় ফুটবলে ডামাডোল, মুখ খুললেন প্রফুল