দেশের বেকারত্বরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক কৃষক নেতা রাকেশ টিকায়েত। বেকারত্বের বিরুদ্ধে যন্তরমন্তরে কৃষকদের বিক্ষোভ সমাবেশে যোগদান করতে যাচ্ছিলেন তিনি। তবে তার আগে রবিবার গাজিপুরেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। সেখান থেকেই রাকেশ টিকায়েতকে  দিল্লির মধু বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রভাবশালী দলীয় নেতাকে বহিষ্কার বিজেপির
পুলিশের দাবি, ‘টিকায়েতকে যন্তরমন্তরে যেতে মানা করা হয়েছিল। ফিরে যাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। তিনি পুলিশের কথায় রাজি হননি। তখনই তাঁকে আটক করা হয়’
সোমবার যন্তরমন্তরে মহাপঞ্চায়েতের আয়োজন করেছে সংযুক্ত কিসান মোর্চা সহ অনান্য কৃষক সংগঠন। আটক হওয়ার পরই দিল্লি পুলিশের সমালোচনায় সরব হন রাকেশ টিকায়েত। তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে দিল্লি পুলিশ।







 
 
 

 
 
































































































































