ছাত্র ও নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে উত্তাল JNU, আহত ৬ পড়ুয়া

0
3

দিল্লির জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ধুন্ধুমার। সোমবার ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা (Security Personnel) ঝামেলায় জড়িয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ ছাত্র আহত (Injured) হয়েছেন বলে খবর। অভিযোগ এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্কলারশিপের (Scholarship) প্রাপ্য টাকা চাইতে যান কয়েকজন ছাত্র। আর সেইসময়ই নিরাপত্তারক্ষীদের একাংশ ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আর তাতেই বাধে বিপত্তি। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের হাতে আহত হয়েছেন তাঁরা। স্কলারশিপের টাকা চাইতে গেলেই এদিন তাঁদের ওপর চড়াও হয় একদল নিরাপত্তারক্ষী। ঘটনার পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সদস্যরা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় ছাত্র পরিষদের সভাপতি রোহিত কুমারের অভিযোগ, এদিন নিরাপত্তারক্ষীরাই ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করে। স্কলারশিপ বিভাগের এমনই অবস্থা যেখানে মাত্র চারজন কর্মী রয়েছেন। আগে এই বিভাগে ১৭ জন কর্মী ছিলেন। দীর্ঘ দুবছর হয়ে গেলেও পড়ুয়ারা স্কলারশিপ পাচ্ছে না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি বাধানোর অভিযোগ তুলেছেন রোহিত।

আরও পড়ুন- অমিত শাহের জুতো হাতে বিজেপি রাজ্য সভাপতি, তেলেঙ্গানার ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় দিল্লি পুলিশের (Delhi Police) বিশাল বাহিনী। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে খুব শীঘ্রই আহত ছাত্ররা নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে পারে।