Blast: ভদ্রেশ্বরে দোকানে বিস্ফোরণ! উড়ল ছাদ, তদন্তে পুলিশ

0
1

আচমকা তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল হুগলির ভদ্রেশ্বরের গৌরহাটি বাজার। বিস্ফোরণের তীব্রতায় একটি ফার্নিচারের দোকানের চাল উড়ে গিয়েছে। ভাঙে জানলার কাচ, ফাটল ধরে দেওয়ালে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।

রবিবার মাঝরাতে বিকট আওয়াজে কেঁপে উঠে ভদ্রেশ্বর থানার গৌরহাটি বাজার এলাকা। জি টি রোডের পাশে এক ফার্নিচার এর দোকানের ভেতরে বিকট আওয়াজে এলাকা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। বাসিন্দারা বাড়ী থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে পৌঁছায় দমকলের একটি গাড়ি।পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ। দোকান খোলার পর দেখা যায় দেওয়াল ফেটে গেছে। কাঁচ ভেঙে পড়ে আছে।পুলিশ দোকানে ঢুকে চারিদিকে দেখেও কিছু উদ্ধার করতে পারেনি।দোকান বন্ধ করে তালা লাগিয়ে দেয় পুলিশ। দোকান মালিককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশের তদন্তকারী দল। আসে কমিশনারেটের ফরেনসিক দলও। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে পুলিশ। দোকানের ভিতর প্রচুর পরিমানে শক্তিশালী বিস্ফোরক মজুত করা ছিল। কিন্তু কি কারনে দোকানের মালিক সেগুলি সেখানে জমা করেছিল তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- আবারও মারিশদায় দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, সুস্থ রয়েছেন বিরোধী দলনেতা